ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল শিরোপা উদযাপন ট্রাজেডিতে নিহত ১১

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 413

আইপিএল শিরোপা উদযাপন ট্রাজেডিতে নিহত ১১

বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন মুহূর্তেই রূপ নিল মর্মান্তিক এক ট্রাজেডিতে। হাজারো উল্লসিত সমর্থকের ভিড়ে হঠাৎ সৃষ্টি হওয়া বিশৃঙ্খলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ২৪ জন, যাদের মধ্যে একজন ছয় বছর বয়সী শিশুও রয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের গেট নম্বর ৩-এর সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, আরসিবি দলের স্টেডিয়ামে আগমন উপলক্ষে হাজারো সমর্থক জড়ো হয়। জনস্রোত এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

হঠাৎ ছত্রভঙ্গ হয়ে পড়ে ভিড়। বহু মানুষ মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন। মৃত্যু নিশ্চিত হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনকে শিভাজিনগরের বওরিং হাসপাতালে ও তিনজনকে ভৈদেহি হাসপাতালে নেওয়া হয়। আহতদের চিকিৎসায় ঘটনাস্থলে পাঠানো হয় একাধিক অ্যাম্বুলেন্স।

বিকেলের বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বৃষ্টি ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আরসিবি খেলোয়াড়দের সংবর্ধনা জানাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার তাদের বিদান সৌধে আমন্ত্রণ জানান। পরে শিবকুমার বলেন, “ভিড় ছিল পুরোপুরি নিয়ন্ত্রণহীন। আমরা প্রায় পাঁচ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, তবুও এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল।”

এদিকে উৎসবের এক ঝলক দেখার জন্য বহু সমর্থককে গাছের ডালে বসে থাকতে দেখা গেছে। ভিড়ের কারণে কর্ণাটক সরকার ‘বিজয় কুচকাওয়াজ’ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়।

গৌরবময় একটি দিন এই দুর্ঘটনায় রঙ হারিয়ে ফেলেছে। শোকস্তব্ধ পুরো বেঙ্গালুরু। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং অতিরিক্ত জনসমাগমের কারণে যে উৎসব প্রাণঘাতী হতে পারে—এটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুর্ঘটনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইপিএল শিরোপা উদযাপন ট্রাজেডিতে নিহত ১১

সর্বশেষ আপডেট ০৭:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন মুহূর্তেই রূপ নিল মর্মান্তিক এক ট্রাজেডিতে। হাজারো উল্লসিত সমর্থকের ভিড়ে হঠাৎ সৃষ্টি হওয়া বিশৃঙ্খলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ২৪ জন, যাদের মধ্যে একজন ছয় বছর বয়সী শিশুও রয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের গেট নম্বর ৩-এর সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, আরসিবি দলের স্টেডিয়ামে আগমন উপলক্ষে হাজারো সমর্থক জড়ো হয়। জনস্রোত এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

হঠাৎ ছত্রভঙ্গ হয়ে পড়ে ভিড়। বহু মানুষ মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন। মৃত্যু নিশ্চিত হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনকে শিভাজিনগরের বওরিং হাসপাতালে ও তিনজনকে ভৈদেহি হাসপাতালে নেওয়া হয়। আহতদের চিকিৎসায় ঘটনাস্থলে পাঠানো হয় একাধিক অ্যাম্বুলেন্স।

বিকেলের বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বৃষ্টি ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আরসিবি খেলোয়াড়দের সংবর্ধনা জানাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার তাদের বিদান সৌধে আমন্ত্রণ জানান। পরে শিবকুমার বলেন, “ভিড় ছিল পুরোপুরি নিয়ন্ত্রণহীন। আমরা প্রায় পাঁচ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, তবুও এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল।”

এদিকে উৎসবের এক ঝলক দেখার জন্য বহু সমর্থককে গাছের ডালে বসে থাকতে দেখা গেছে। ভিড়ের কারণে কর্ণাটক সরকার ‘বিজয় কুচকাওয়াজ’ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়।

গৌরবময় একটি দিন এই দুর্ঘটনায় রঙ হারিয়ে ফেলেছে। শোকস্তব্ধ পুরো বেঙ্গালুরু। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং অতিরিক্ত জনসমাগমের কারণে যে উৎসব প্রাণঘাতী হতে পারে—এটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুর্ঘটনা।