আইজিপি বাহারুল আলম ও ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি দল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। ইউনেস্কো পক্ষের প্রতিনিধি ছিলেন কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান ভাইজ এবং সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহেদি বেঞ্চলাহসহ তিন সদস্যের প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে পুলিশের সঙ্গে সাংবাদিকদের পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়। প্রতিনিধি দল সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য প্রাপ্তির অধিকার এবং ভুল তথ্য ও গুজব প্রতিরোধে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন।
তারা ফ্যাক্ট-চেকিং বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। এমন প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা এবং সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন।
আইজিপি বাহারুল আলম সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম এবং নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। চলতি মাসে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রথমবারের মত নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে।
সাক্ষাৎকারে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































