আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ ভট্টাচার্য আর নেই
- সর্বশেষ আপডেট ০৪:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 121
প্রবীণ রাজনীতিক এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, যশোর নীলগঞ্জ শ্মশানে বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পীযূষ কান্তি ভট্টাচার্য ১৯৭৩ সালে যশোরের মণিরামপুর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে পরিচিত। তিনি ১৯৪০ সালের ১ মার্চ যশোরের মণিরামপুরের পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুধীর ভট্টাচার্য্য এবং মাতার নাম ঊষা রাণী ভট্টাচার্য্য।
তিনি যশোরের খাজুরা এমএন মিত্র বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এমএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন।
পীযুষ কান্তি ভট্টাচার্য মণিরামপুরের মশিয়াহাটি হাই স্কুল, গোপালপুর হাই স্কুল এবং কেশবপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি মণিরামপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।































