চলছে পরিষ্কার পরিচ্ছনতার কাজ
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিজম ইনস্টিটিউট
- সর্বশেষ আপডেট ১২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 145
রাজধানীর গুলিস্তানে অবস্থিত ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নতুন ব্যানার টানানো হয়েছে এবং শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ‘জুলাই যোদ্ধার প্রধান কার্যালয়’ নামের ব্যানার সরিয়ে সেখানে টাঙানো হয়েছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের ব্যানার। ভবনটি প্রায় এক বছর পর আবার পরিষ্কার করা হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ১০ তলা এই ভবনের বিভিন্ন তলায় আবর্জনা অপসারণ করা হচ্ছে। তৃতীয় তলায় ইট ও ধ্বংসাবশেষ সরানো হয়েছে এবং দোতলা পরিষ্কার করা হয়েছে। ভবনের নিচতলায়ও একই ধরনের কাজ হয়েছে। নতুন করে ব্যবহারের প্রস্তুতির অংশ হিসেবে ভবনের সামনেও কিছু কর্মী অবস্থান করছেন।
পরিচ্ছন্নতায় নিয়োজিত ব্যক্তিরা জানিয়েছেন, ভবনটি ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের জন্য ব্যবহৃত হবে। তবে ভবনের প্রতিটি তলায় কী কার্যক্রম চালু হবে, তা নির্ধারণ করবেন ছাত্র ও জনগণ। ভবনের সামনে ভিড় করেছেন অনেক কৌতূহলী পথচারী, ছবি তুলছেন নানা দিক থেকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ভবনটিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত ছিল এবং ধীরে ধীরে এটি পরিণত হয় ভাসমান মানুষের অস্থায়ী আশ্রয় ও শৌচাগারে। অতীতে এটি ছিল একটি দৃষ্টিনন্দন, আধুনিক স্থাপনা, যা ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন।
































