ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগকে নির্বাচনে আনতে কোনো দেশি-বিদেশি চাপ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, মাগুরা
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 123

আ. লীগকে নির্বাচনে আনতে কোনো দেশি-বিদেশি চাপ নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে রাজি করাতে দেশি বা বিদেশি কোনো পক্ষেরই চাপ নেই। তার ভাষায়, “নির্বাচন কমিশন বারবার জানিয়েছে—আওয়ামী লীগ আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এত হত্যাকাণ্ড, এত রক্তপাত ঘটানোর পরও তারা অনুতপ্ত নয়।”

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, অতীতে এমন নির্বাচন হয়েছে যেখানে অনেক আসনে একমাত্র প্রার্থী ছিলেন, ভোটারদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। তিনি উল্লেখ করেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৪ আসনে ভোটই হয়নি। আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নির্বাচনী আইন (আরপিও) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ চাইলে ‘না ভোট’ দিতে পারেন।”

তিনি আরও বলেন, “তখন এইচটি ইমামসহ আওয়ামী লীগের কিছু নেতা নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে, ভোটের আগেই শতাধিক আসনে ফল নির্ধারিত হয়ে গিয়েছিল। এ ধরনের নির্বাচন যেন আর কখনো না হয়, সে লক্ষ্যেই নতুন বিধান আনা হচ্ছে—যাতে জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে ও প্রার্থী বেছে নিতে পারেন।”

প্রেস সচিব জানান, জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পর সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। তার মতে, “আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন।”

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, সদর থানার ওসি আইয়ুব আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন স্তরের নেতারা।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ. লীগকে নির্বাচনে আনতে কোনো দেশি-বিদেশি চাপ নেই: প্রেস সচিব

সর্বশেষ আপডেট ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে রাজি করাতে দেশি বা বিদেশি কোনো পক্ষেরই চাপ নেই। তার ভাষায়, “নির্বাচন কমিশন বারবার জানিয়েছে—আওয়ামী লীগ আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এত হত্যাকাণ্ড, এত রক্তপাত ঘটানোর পরও তারা অনুতপ্ত নয়।”

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, অতীতে এমন নির্বাচন হয়েছে যেখানে অনেক আসনে একমাত্র প্রার্থী ছিলেন, ভোটারদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। তিনি উল্লেখ করেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৪ আসনে ভোটই হয়নি। আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নির্বাচনী আইন (আরপিও) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ চাইলে ‘না ভোট’ দিতে পারেন।”

তিনি আরও বলেন, “তখন এইচটি ইমামসহ আওয়ামী লীগের কিছু নেতা নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে, ভোটের আগেই শতাধিক আসনে ফল নির্ধারিত হয়ে গিয়েছিল। এ ধরনের নির্বাচন যেন আর কখনো না হয়, সে লক্ষ্যেই নতুন বিধান আনা হচ্ছে—যাতে জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে ও প্রার্থী বেছে নিতে পারেন।”

প্রেস সচিব জানান, জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পর সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। তার মতে, “আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন।”

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, সদর থানার ওসি আইয়ুব আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন স্তরের নেতারা।