অসুস্থ ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১০:৩৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 177
লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামের ছাত্রদল নেতা সুলতান বাপ্পী দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যরা জানায়, কয়েক বছর আগে একাধিক হামলার শিকার হয়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারান। প্রায় চার বছর ধরে তাকে শেকলবন্দি অবস্থায় রাখতে বাধ্য হয়েছে পরিবার।
সম্প্রতি তার অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি বাপ্পীর উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা বাপ্পীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভিডিও কলের মাধ্যমে বাপ্পীর সঙ্গে কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, তারেক রহমান বাপ্পীকে ঢাকায় এনে চিকিৎসার সব ব্যবস্থা করেছেন। মঙ্গলবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।
সুলতান বাপ্পী স্থানীয়ভাবে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২১ সালে একটি মিলাদ মাহফিল আয়োজনের পর থেকেই তিনি বারবার হামলার শিকার হন এবং মাথায় গুরুতর আঘাত পান। এর পর থেকে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়।
বাপ্পীর ভাই মো. ছোলায়মান জানান, অসুস্থতার কারণে দীর্ঘদিন তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। এমনকি মানসিক হাসপাতালে ভর্তি করার পরও পুরোপুরি সুস্থ হয়নি। বর্তমানে শুয়ে থাকতে থাকতে তার কোমর ও শরীরের নিচের অংশে ক্ষত সৃষ্টি হয়েছে।
বাপ্পী সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি তার পরিবারের জীবিকার ব্যবস্থায় সহযোগিতা করার আবেদন জানিয়েছেন।
জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আবারও সংগঠনের কাজে সক্রিয় হবেন।
































