ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় শিক্ষার্থীর পাশে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ ১৩তম ব্যাচ

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 103

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের এক অসহায় শিক্ষার্থীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা একজন দিনমজুর। তারা তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়। এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পায়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়লে তার প্রাক্তন কলেজের অধ্যক্ষের আর্থিক সহায়তায় ভর্তি সম্পন্ন হয়। কিন্তু বরিশালে থেকে পড়াশোনার খরচ বহন করা তার ও তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে।

ওই শিক্ষার্থীর মা জানান, “আমাদের পরিবারে আরও দুইটি ছোট সন্তান আছে। মেয়েকে বরিশালে রেখে পড়াতে গেলে ছোট বাচ্চাগুলোর না খেয়ে থাকতে হবে।”

ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন (এমএসএ) থেকে জানানো হয়, “ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের ওই শিক্ষার্থীর অসহায়ত্বের কথা শোনামাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচ। ১৩তম ব্যাচের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।”

খোঁজ নিয়ে জানা যায়, ১৩তম ব্যাচের সহায়তায় ইতোমধ্যে ১৪তম ব্যাচের সেই শিক্ষার্থীকে চলতি মাসের বাসাভাড়া, পড়ার টেবিল, তোশক, বাল্ব, মশারি, ফ্যান, বিছানার চাদর ইত্যাদি প্রদান করা হয়েছে।

১৩তম ব্যাচের পক্ষ থেকে বলা হয়েছে, “যতদিন না ওই শিক্ষার্থী হলে সিট পাচ্ছেন, ততদিন আমরা ১৩তম ব্যাচের পক্ষ থেকে তার বাসাভাড়া এবং বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অসহায় শিক্ষার্থীর পাশে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ ১৩তম ব্যাচ

সর্বশেষ আপডেট ০৪:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের এক অসহায় শিক্ষার্থীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা একজন দিনমজুর। তারা তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়। এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পায়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়লে তার প্রাক্তন কলেজের অধ্যক্ষের আর্থিক সহায়তায় ভর্তি সম্পন্ন হয়। কিন্তু বরিশালে থেকে পড়াশোনার খরচ বহন করা তার ও তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে।

ওই শিক্ষার্থীর মা জানান, “আমাদের পরিবারে আরও দুইটি ছোট সন্তান আছে। মেয়েকে বরিশালে রেখে পড়াতে গেলে ছোট বাচ্চাগুলোর না খেয়ে থাকতে হবে।”

ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন (এমএসএ) থেকে জানানো হয়, “ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের ওই শিক্ষার্থীর অসহায়ত্বের কথা শোনামাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচ। ১৩তম ব্যাচের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।”

খোঁজ নিয়ে জানা যায়, ১৩তম ব্যাচের সহায়তায় ইতোমধ্যে ১৪তম ব্যাচের সেই শিক্ষার্থীকে চলতি মাসের বাসাভাড়া, পড়ার টেবিল, তোশক, বাল্ব, মশারি, ফ্যান, বিছানার চাদর ইত্যাদি প্রদান করা হয়েছে।

১৩তম ব্যাচের পক্ষ থেকে বলা হয়েছে, “যতদিন না ওই শিক্ষার্থী হলে সিট পাচ্ছেন, ততদিন আমরা ১৩তম ব্যাচের পক্ষ থেকে তার বাসাভাড়া এবং বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো।”