অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপির দুই প্রার্থী
- সর্বশেষ আপডেট ০৮:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 112
পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিএনপির দুই প্রার্থী—পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। দুর্ঘটনায় তারা দু’জনই আহত হন এবং বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায়। স্থানীয়দের ভাষ্যমতে, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, তবে সৌভাগ্যবশত দু’জনই প্রাণে বেঁচে গেছেন।
হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদুর তথ্য অনুযায়ী, দু’জন প্রার্থীই একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে জোরালো সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে শিমুল বিশ্বাস ও হাবিব মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনায় গাড়িচালক এবং শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুলও গুরুতর আহত হন। পরে সবারই দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।
বিপুল হোসেন বুদু জানান, “আল্লাহর অশেষ রহমতে দু’জন প্রার্থীই প্রাণে বেঁচেছেন।” তিনি আহতদের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।































