শিরোনাম
অর্থের পেছনে না ছুটে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার আহ্বান ছাত্রদল সভাপতির
নিজস্ব প্রতিবদেক
- সর্বশেষ আপডেট ০৭:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 127
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ছাত্রসংগঠনকে অর্থের পেছনে নয়; ছাত্র অধিকার নিয়ে কাজ করতে হবে। অর্থের পেছনে ছোটা মানেই আদর্শচ্যুতি ঘটা, আদর্শ থেকে সরে যাওয়া।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদল সব সময় জুলাই যোদ্ধাদের পাশে ছিল-আছে এবং থাকবে। জুলাই-আগস্টের চেতনা যেন ম্লান না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।’
তিনি আরও বলেন, ‘একটি ছাত্রসংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের ভোট নিয়ে তারা রাজনীতি করছে। গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিষয়ে আপোষ না করার আহ্বানও জানান রাকিব।’

































