ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ উপদেষ্টা- এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হচ্ছে না

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 184

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর ঐক্য পরিষদের বৈঠক বাতিল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্ধারিত বৈঠক আর অনুষ্ঠিত হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় ও ঐক্য পরিষদ সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৯ জুন) বিকেল ৪টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব শফিউল বাসার বাদল জানান, অর্থ উপদেষ্টা জানিয়েছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত না করলে তিনি আলোচনায় বসবেন না। কিন্তু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসবেন না।

শফিউল বাসার বলেন, “আমরা আর ষড়যন্ত্রে জড়াতে চাই না। কর্মসূচি চলমান রেখেই আলোচনা হতে হবে।”

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থ উপদেষ্টা এমন কোনো বৈঠকের শিডিউল দেননি, বিষয়টি তার জানা নেই।

এদিকে, এনবিআরের চেয়ারম্যানের অপসারণসহ রাজস্ব খাতে সব পক্ষের অংশগ্রহণে সংস্কারের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস ও পরিবহন বন্ধ থাকলেও কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থ উপদেষ্টা- এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হচ্ছে না

সর্বশেষ আপডেট ০৪:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্ধারিত বৈঠক আর অনুষ্ঠিত হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় ও ঐক্য পরিষদ সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৯ জুন) বিকেল ৪টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব শফিউল বাসার বাদল জানান, অর্থ উপদেষ্টা জানিয়েছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত না করলে তিনি আলোচনায় বসবেন না। কিন্তু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসবেন না।

শফিউল বাসার বলেন, “আমরা আর ষড়যন্ত্রে জড়াতে চাই না। কর্মসূচি চলমান রেখেই আলোচনা হতে হবে।”

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থ উপদেষ্টা এমন কোনো বৈঠকের শিডিউল দেননি, বিষয়টি তার জানা নেই।

এদিকে, এনবিআরের চেয়ারম্যানের অপসারণসহ রাজস্ব খাতে সব পক্ষের অংশগ্রহণে সংস্কারের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস ও পরিবহন বন্ধ থাকলেও কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।