অর্থ আত্মসাৎ মামলায় এস আলম ও পিকে হালদার সহ ১৩ জনের বিচার শুরু
- সর্বশেষ আপডেট ০৬:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 48
প্রায় ৩২ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম সোমবার (১৯ জানুয়ারি) অভিযোগ গঠনের আদেশ দেন।
আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে দুদকের কৌঁসুলি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন। অপর আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মেরিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক, মো. আব্দুল্লাহ আল মামুন।
শুনানিতে কারাগারে থাকা নাহিদা রুনাই ও রাশেদুল হক উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী দোষী না হওয়ার দাবি করে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর আসামিরা পলাতক থাকায় শুনানিতে অংশ নিতে পারেননি। উভয়পক্ষের যুক্তি শুনে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ১২ আগস্ট কোম্পানি মেসার্স মোস্তফা অ্যান্ড কোংয়ের নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন দেওয়া হয় এবং ২০১৩ সালের ৯ অক্টোবর তা অবৈধভাবে ছাড় দেওয়া হয়। ঋণটি এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তরিত হয়।
মামলাটি ২০২৫ সালের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান দায়ের করেন এবং ১৬ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।



































