ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ে নিজেকে নতুন করে ভাঙতে চান তটিনী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 53

তানজিম সাইয়ারা তটিনী

সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন তানজিম সাইয়ারা তটিনী। গল্প ও চরিত্রের বৈচিত্র্য খুঁজে নেওয়াই যেন তার অভিনয়যাত্রার মূল প্রেরণা। নতুন নতুন রূপে পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা এবং অভিনয়ে নিজেকে ভাঙার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছেন তিনি।

গত বছরজুড়ে ভিন্নধর্মী গল্প ও চরিত্রে নিয়মিত দেখা গেছে তটিনীকে। ছোটপর্দায় তিনি অভিনয় করেছেন ‘হৃদয়ের কথা’, ‘মন দিওয়ানা’, ‘ভালো থেকো’, ‘শালিক বালিকা’, ‘হৃদয় গভীরে’, ‘হ্যাসট্যাগ লাভ’, ‘ব্রেকিং নিউজ’, ‘শহরের যত রঙ’, ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমাদের গল্প’, ‘এলিয়েন বেবি’, ‘অগ্নিশিখা’, ‘তোমায় পাবো কি’, ‘বউ-এর বিয়ে’, ‘চলো হারিয়ে যাই’, ‘হিমি’, ‘মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড’, ‘হৃদয়ের রঙ’, ‘বিয়ের গন্ডগোল’, ‘সেদিন ছিল শুক্রবার’ ও ‘বেশি বলে বুলবুলি’সহ একাধিক নাটকে। পাশাপাশি ওয়েব সিনেমা ‘তোমার জন্য মন’-এও অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

তানজিম সাইয়ারা তটিনী

চরিত্র বাছাইয়ে তটিনীর মধ্যে যে সচেতনতা দেখা যায়, অভিনয়ের মাধ্যমে সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতাও তার কাজের বড় শক্তি। এ কারণেই আসন্ন ২০২৬ সালের বিভিন্ন প্রজেক্টে নির্মাতাদের আগ্রহের তালিকায় জায়গা করে নিচ্ছেন তিনি।

বছরের শুরুতে এক সাক্ষাৎকারে তটিনী বলেন, বিদায়ী বছরটি তার জন্য ছিল শেখার সময়। নিয়মিত কাজের পাশাপাশি নিজের ভুলগুলোও বুঝতে পেরেছেন তিনি। ভিউয়ের হিসাব নয়, বরং গল্প ও চরিত্রকে প্রাধান্য দেওয়ার চেষ্টাই ছিল তার মূল লক্ষ্য। কিছু কাজ দর্শকের ভালোবাসা পেয়েছে, আবার কিছু কাজ তাকে অভিনেত্রী হিসেবে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।

নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে তটিনীর ভাষ্য, তিনি আরও সচেতনভাবে কাজ করতে চান। ভালো গল্প, শক্তিশালী চরিত্র ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে কাজ করাই তার লক্ষ্য। এমন চরিত্রেই অভিনয় করতে চান, যা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং অভিনেত্রী হিসেবে আরও পরিণত করে তুলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিনয়ে নিজেকে নতুন করে ভাঙতে চান তটিনী

সর্বশেষ আপডেট ০৬:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন তানজিম সাইয়ারা তটিনী। গল্প ও চরিত্রের বৈচিত্র্য খুঁজে নেওয়াই যেন তার অভিনয়যাত্রার মূল প্রেরণা। নতুন নতুন রূপে পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা এবং অভিনয়ে নিজেকে ভাঙার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছেন তিনি।

গত বছরজুড়ে ভিন্নধর্মী গল্প ও চরিত্রে নিয়মিত দেখা গেছে তটিনীকে। ছোটপর্দায় তিনি অভিনয় করেছেন ‘হৃদয়ের কথা’, ‘মন দিওয়ানা’, ‘ভালো থেকো’, ‘শালিক বালিকা’, ‘হৃদয় গভীরে’, ‘হ্যাসট্যাগ লাভ’, ‘ব্রেকিং নিউজ’, ‘শহরের যত রঙ’, ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমাদের গল্প’, ‘এলিয়েন বেবি’, ‘অগ্নিশিখা’, ‘তোমায় পাবো কি’, ‘বউ-এর বিয়ে’, ‘চলো হারিয়ে যাই’, ‘হিমি’, ‘মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড’, ‘হৃদয়ের রঙ’, ‘বিয়ের গন্ডগোল’, ‘সেদিন ছিল শুক্রবার’ ও ‘বেশি বলে বুলবুলি’সহ একাধিক নাটকে। পাশাপাশি ওয়েব সিনেমা ‘তোমার জন্য মন’-এও অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

তানজিম সাইয়ারা তটিনী

চরিত্র বাছাইয়ে তটিনীর মধ্যে যে সচেতনতা দেখা যায়, অভিনয়ের মাধ্যমে সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতাও তার কাজের বড় শক্তি। এ কারণেই আসন্ন ২০২৬ সালের বিভিন্ন প্রজেক্টে নির্মাতাদের আগ্রহের তালিকায় জায়গা করে নিচ্ছেন তিনি।

বছরের শুরুতে এক সাক্ষাৎকারে তটিনী বলেন, বিদায়ী বছরটি তার জন্য ছিল শেখার সময়। নিয়মিত কাজের পাশাপাশি নিজের ভুলগুলোও বুঝতে পেরেছেন তিনি। ভিউয়ের হিসাব নয়, বরং গল্প ও চরিত্রকে প্রাধান্য দেওয়ার চেষ্টাই ছিল তার মূল লক্ষ্য। কিছু কাজ দর্শকের ভালোবাসা পেয়েছে, আবার কিছু কাজ তাকে অভিনেত্রী হিসেবে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।

নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে তটিনীর ভাষ্য, তিনি আরও সচেতনভাবে কাজ করতে চান। ভালো গল্প, শক্তিশালী চরিত্র ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে কাজ করাই তার লক্ষ্য। এমন চরিত্রেই অভিনয় করতে চান, যা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং অভিনেত্রী হিসেবে আরও পরিণত করে তুলবে।