৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমণি
- সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 155
বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অংশ নিয়েছিলেন দলটির নির্বাচনী প্রচারণায়ও। সেই অপুকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেখা গেল কুষ্টিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে !
এ নিয়ে শোবিজ অঙ্গন তো আছেই; সারা দেশেই আলোচনা ও সমালোচনা চলছে। এবার সেই আলোচনায় ঘি ঢাললেন আরেক চিত্রনায়িকা পরীমণি। সরাসরি খোঁচা দিয়ে বিষয়টিকে আরও চটকদার করে তুলেছেন পরী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে পরীমণি লিখেছেন- আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।
যদিও তিনি সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের কাছে পরিষ্কার হয়ে গেছে ইঙ্গিতটি অপুর দিকেই। মুহুর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র আধাঘণ্টায় ৪০ হাজারের বেশি রিয়েকশন এবং প্রায় ৮ হাজার মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। বেশিরভাগ মন্তব্যেই পরীমণির সঙ্গে সহমত জানিয়েছেন অনুসারীরা।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। দলীয় প্রচারণায় অংশ নেয়া থেকে শুরু করে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নায়িকা হিসেবেও আলোচনায় ছিলেন তিনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির মঞ্চে তার উপস্থিতি সুবিধাবাদী মনোভাবের পরিচায়ক কিনা, তা নিয়েই চলছে বিতর্ক।
অপুর হঠাৎ রঙ বদলানো অবস্থান এবং পরীমণির প্রকাশ্য খোঁচা শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আওয়ামী লীগের সাথে যুক্ত থাকার অভিযোগে এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারিদের ওপর হামলার অভিযোগে ১৯ জুলাই হত্যা মামলা হয় অপু বিশ্বাসের বিরুদ্ধে।
































