ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রাষ্ট্র উপদেষ্টা

অপরাধী ও সন্ত্রাসী যেন সীমান্ত পার হতে না পারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 87

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমান্তে অপরাধী বা সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই পলায়ন করতে না পারে, সে বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদকবাণিজ্য বা চোরাচালানে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলী ও দক্ষ সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত রাখতে হবে যে কোনো অপরাধী যেন দেশের বাইরে চলে যেতে না পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্র উপদেষ্টা

অপরাধী ও সন্ত্রাসী যেন সীমান্ত পার হতে না পারে

সর্বশেষ আপডেট ১১:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমান্তে অপরাধী বা সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই পলায়ন করতে না পারে, সে বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদকবাণিজ্য বা চোরাচালানে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলী ও দক্ষ সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত রাখতে হবে যে কোনো অপরাধী যেন দেশের বাইরে চলে যেতে না পারে।