ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকার একাংশে ভয়াবহ লোডশেডিং

অন্ধকারে রামপুরা, হাতিরঝিল ও ফার্মগেট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 234

অন্ধকারে রামপুরা, হাতিরঝিল ও ফার্মগেট

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে রাজধানীর একাংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাত ১০টার দিকে এই গোলযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে কারিগরি ত্রুটির ফলে ডিপিডিসির আওতাধীন এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে মূলত রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান ও মগবাজার এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। তবে ডেসকোর আওতাধীন এলাকা খুব একটা প্রভাবিত হয়নি।

তিনি বলেন, পিজিসিবির প্রকৌশলীরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বাইপাস ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সরেজমিনে দেখা গেছে, গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান ও হাতিরপুল এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা বিরাজ করছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটেছে। পিজিসিবির প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন এবং দ্রুততম সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার একাংশে ভয়াবহ লোডশেডিং

অন্ধকারে রামপুরা, হাতিরঝিল ও ফার্মগেট

সর্বশেষ আপডেট ১১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে রাজধানীর একাংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাত ১০টার দিকে এই গোলযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে কারিগরি ত্রুটির ফলে ডিপিডিসির আওতাধীন এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে মূলত রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান ও মগবাজার এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। তবে ডেসকোর আওতাধীন এলাকা খুব একটা প্রভাবিত হয়নি।

তিনি বলেন, পিজিসিবির প্রকৌশলীরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বাইপাস ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সরেজমিনে দেখা গেছে, গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান ও হাতিরপুল এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা বিরাজ করছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটেছে। পিজিসিবির প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন এবং দ্রুততম সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।