অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই: মির্জা আব্বাস
- সর্বশেষ আপডেট ০৩:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 93
অন্তর্বর্তী সরকারের কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর দাবি, এই সরকার দুটি রাজনৈতিক দলের ওপর নির্ভর করে টিকে আছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরাও দেশপ্রেমিক দলকে ভোট দেবেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটির শেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা।
অনুষ্ঠানে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন, তাঁর বাবা সাদেক হোসেন খোকাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে বন্দী রাখা হয়েছিল এবং যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। এ ঘটনার দায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আরোপ করেন।
আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড স্পষ্ট নয়। তিনি প্রশ্ন তোলেন, যদি গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকেই বলা হয়, তাহলে সরকারের কাজ কী?
সভায় মির্জা আব্বাস আরও বলেন, একটি নির্দিষ্ট দলকে প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হয় যে সরকারের নিজের কোনো ক্ষমতা নেই। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা জামায়াতকে নয়, বরং দেশপ্রেমিক শক্তিকে ভোট দেবেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
































