ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 9

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য গঠিত পে-কমিশনের প্রতিবেদন শুধুমাত্র জমা দেয়া হয়েছে। এই পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পর্যায়ে নেই। তিনি জানান, নির্বাচিত সরকার চাইলে পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল উভয়ই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করবে না।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বাড়ানো নিয়ে যে ক্ষোভ ছিল, সেটি মাথায় রেখেই অন্তর্বর্তীকালীন পে-কমিশন গঠন করা হয়েছিল, যাতে নির্বাচিত সরকার সেই চাপের মুখোমুখি না হয়।

উপদেষ্টা সভায় আরও জানিয়েছেন, ভোটের সময় কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সামরিক সরঞ্জাম আমদানি করা হলেও এখন তা দেশেই উৎপাদন করা হবে। এই উদ্দেশ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৪:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য গঠিত পে-কমিশনের প্রতিবেদন শুধুমাত্র জমা দেয়া হয়েছে। এই পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পর্যায়ে নেই। তিনি জানান, নির্বাচিত সরকার চাইলে পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল উভয়ই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করবে না।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বাড়ানো নিয়ে যে ক্ষোভ ছিল, সেটি মাথায় রেখেই অন্তর্বর্তীকালীন পে-কমিশন গঠন করা হয়েছিল, যাতে নির্বাচিত সরকার সেই চাপের মুখোমুখি না হয়।

উপদেষ্টা সভায় আরও জানিয়েছেন, ভোটের সময় কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সামরিক সরঞ্জাম আমদানি করা হলেও এখন তা দেশেই উৎপাদন করা হবে। এই উদ্দেশ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ করা হয়েছে।