অনেকেই ভাবেন আমি এখনো বিবাহিত
- সর্বশেষ আপডেট ০৫:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 129
বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী আফসান আরা বিন্দু বলেন, আলাদা হওয়ার পেছনে সব সময় বড় কোনো ঘটনা বা কারণ থাকে না। অনেক সময় কোনো দৃশ্যমান কারণ ছাড়াই দুটি মানুষ আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করেন বিন্দু। বিয়ের পর শোবিজ থেকে নিজেকে পুরোপুরি আড়াল করে সংসারজীবনে মন দেন অভিনেত্রী। তবে বিয়ের চার বছর পর থেকেই তাঁদের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যায়। সে সময় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন তিনি।
বিন্দু জানান, ২০২২ সালে তাঁর বিচ্ছেদ চূড়ান্ত হয়। যদিও ২০১৭ সাল থেকেই স্বামীর সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। প্রায় পাঁচ বছর আলাদা থাকার পর দুজনের সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেকেই এখনো মনে করেন তিনি বিবাহিত, কিন্তু বাস্তবে তাঁর সংসারজীবনের অধ্যায় শেষ হয়ে গেছে।বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিন্দু বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে আরেকজন মানুষের জীবন জড়িত। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কাউকে বিব্রত করতে চান না তিনি।

২০০৬ সালে ‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন আফসান আরা বিন্দু। অল্প সময়েই তিনি ছোট পর্দার পরিচিত মুখে পরিণত হন। অভিনয় থেকে বিরতি নেওয়ার আগে ২০১৪ সালের কোরবানির ঈদে এক মৌসুমেই প্রচারিত হয় তাঁর অভিনীত ৫২টি নাটক। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে অভিনেতা আরিফিন শুভর সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান বিন্দু। পর্দার সেই রসায়ন একসময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ভাঙার বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিন্দু বলেন, দুটি মানুষের জীবনের পথ সব সময় এক গন্তব্যে গিয়ে শেষ হয় না।
প্রায় এক দশক অভিনয় থেকে দূরে থাকার পর ২০২৩ সালে ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ে ফেরেন বিন্দু। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এই প্রজেক্টে তাঁর বিপরীতে ছিলেন আরিফিন শুভ। যদিও এরপর নতুন কোনো কাজে তাঁকে দেখা যায়নি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিন্দু বলেন, তিনি আবার নিয়মিত অভিনয় করতে চান। নতুন ধরনের চরিত্র ও ভিন্ন গল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করে অভিনেত্রী জানান, নির্মাতারা যেন তাঁকে নতুনভাবে ভাবেন—এমন প্রত্যাশাই তাঁর।






































