অনিয়মের প্রমাণ মিললে যেকোনো বিচার মেনে নেব
- সর্বশেষ আপডেট ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 35
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনি তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনসিপি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
সোমবার (১৯ জানুয়ারি) দলের বাংলামোটর অফিসে অনুষ্ঠিত নির্বাচনি ক্রাউড ফান্ডিং সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের অনুদানের মাধ্যমে রাজনীতি করা হবে এবং এটি প্রতি বছর অডিটের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করা হবে।
আসিফ মাহমুদ জানান, নিজের এবং দলের কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকারে, তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পেলে তিনি যেকোনো বিচার মেনে নেবেন।
তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীদের ঋণখেলাপি এবং অনিয়মের কারণে রাজনৈতিক ব্যবস্থায় অস্বচ্ছতা তৈরি হয়েছে। এনসিপির লক্ষ্য হলো এই চিরাচরিত সংস্কৃতি ভেঙে জনগণের কাছে জবাবদিহি প্রদানের একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা গঠন করা।































