শিরোনাম
অনশনরত তারেককে সংহতি জানালেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 135
নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলের সদস্যসচিব মো. তারেক রহমান ইসি ভবনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি অনশন শুরু করেছেন এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত এটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এবার তারেকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, যিনি তারেকের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে রিজভীর এই সংহতির জন্য ধন্যবাদ জানান মো. তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে রিজভী তারেকের অনশন কর্মসূচিতে অংশ নিয়ে সমর্থন জানিয়েছেন।
































