অনলাইন রিটার্নে রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান
- সর্বশেষ আপডেট ০৩:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 8
অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার ফলে দেশে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এনবিআর চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন।
তিনি বলেন, অনলাইন রিটার্নের মাধ্যমে সরাসরি প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছর ছিল প্রায় ১৭০ কোটি টাকা।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত দেড় বছরে রাজস্ব বাড়াতে কোনো পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়নি বলে জানান তিনি।
“রাজস্ব আদায়ের জন্য আমরা ট্যারিফ বাড়াইনি। বরং জনস্বার্থে চাল, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলের আমদানিতে শুল্ক কমানো হয়েছে,” বলেন তিনি।
তিনি বলেন, শুল্ক কমালে রাজস্ব কিছুটা কমতে পারে, তবুও সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অনলাইনভিত্তিক করব্যবস্থা সম্প্রসারণের ফলে করদাতাদের অংশগ্রহণ বেড়েছে, যা রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতেও ডিজিটাল কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি।
































