ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অধিকারের প্রশ্নে আপস নয়: বুলবুল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 51

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থানে অনড় থাকবে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব নিয়ে লিখেছি। আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের দেখাশোনা করা হলেও, এর বাইরে সাংবাদিক, স্পন্সর এবং ক্রিকেটপ্রেমীদের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে। যদি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হয়, তবে আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। এটি একটি অত্যন্ত যৌক্তিক কারণ; আমরা এর আগে অনেক বিশ্বকাপ খেললেও কখনো এমন নিরাপত্তার প্রশ্ন তুলিনি।’

ভারতের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুলবুল বলেন, ‘আমরা একটি অত্যন্ত যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। উদাহরণস্বরূপ, মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে যখন দেখা গেলো যে নিরাপত্তা নিশ্চিত করতে অসুবিধা হচ্ছে, তখন তাকে বাদ দেয়া হয়েছে। সেখানে পুরো বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী যখন খেলা দেখতে যাবে, সেটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’

শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়-এমন অপপ্রচার প্রসঙ্গে বিসিবির এই প্রতিনিধি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়-এমন একটি অপপ্রচার চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অধিকারের প্রশ্নে আপস নয়: বুলবুল

সর্বশেষ আপডেট ১১:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থানে অনড় থাকবে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব নিয়ে লিখেছি। আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের দেখাশোনা করা হলেও, এর বাইরে সাংবাদিক, স্পন্সর এবং ক্রিকেটপ্রেমীদের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে। যদি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হয়, তবে আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। এটি একটি অত্যন্ত যৌক্তিক কারণ; আমরা এর আগে অনেক বিশ্বকাপ খেললেও কখনো এমন নিরাপত্তার প্রশ্ন তুলিনি।’

ভারতের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুলবুল বলেন, ‘আমরা একটি অত্যন্ত যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। উদাহরণস্বরূপ, মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে যখন দেখা গেলো যে নিরাপত্তা নিশ্চিত করতে অসুবিধা হচ্ছে, তখন তাকে বাদ দেয়া হয়েছে। সেখানে পুরো বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী যখন খেলা দেখতে যাবে, সেটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’

শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়-এমন অপপ্রচার প্রসঙ্গে বিসিবির এই প্রতিনিধি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়-এমন একটি অপপ্রচার চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’