ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশায় গাড়ির ধাক্কা, প্রাণ গেল অন্তঃসত্ত্বা মা ও ছেলের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ১০:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 209

বাবার বাড়ি থেকে ৬ বছরের ছেলেকে নিয়ে ফিরছিলেন অন্তঃসত্ত্বা রিপা খাতুন (২৬)। কিন্তু নিজের বাড়িতে ফেরা হলো না। পথে তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় গাড়ি। এতে অনাগত সন্তানসহ রিপা ও তার ছেলে শেখ সোয়াদ নিহত হন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপা শৈলকুপার সিতলিডাঙ্গা গ্রামের সোহেল শেখের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রোববার ঝিনাইদহ শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখান রিপা। পরে ছেলেকে নিয়ে তিনি শৈলকুপার ভাটই বাজার এলাকায় বাবার বাড়িতে যান। আজ অটোরিকশায় ছেলেকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন রিপা। পথে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বাস বা ট্রাক। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ছেলে সোয়াদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, রিপাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শিশু সোয়াদ চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, অটোরিকশাচালক পালিয়ে গেছেন। অটোরিকশাকে ধাক্কা দেওয়া গাড়িটি বাস নাকি ট্রাক তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অটোরিকশায় গাড়ির ধাক্কা, প্রাণ গেল অন্তঃসত্ত্বা মা ও ছেলের

সর্বশেষ আপডেট ১০:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাবার বাড়ি থেকে ৬ বছরের ছেলেকে নিয়ে ফিরছিলেন অন্তঃসত্ত্বা রিপা খাতুন (২৬)। কিন্তু নিজের বাড়িতে ফেরা হলো না। পথে তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় গাড়ি। এতে অনাগত সন্তানসহ রিপা ও তার ছেলে শেখ সোয়াদ নিহত হন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপা শৈলকুপার সিতলিডাঙ্গা গ্রামের সোহেল শেখের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রোববার ঝিনাইদহ শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখান রিপা। পরে ছেলেকে নিয়ে তিনি শৈলকুপার ভাটই বাজার এলাকায় বাবার বাড়িতে যান। আজ অটোরিকশায় ছেলেকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন রিপা। পথে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বাস বা ট্রাক। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ছেলে সোয়াদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, রিপাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শিশু সোয়াদ চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, অটোরিকশাচালক পালিয়ে গেছেন। অটোরিকশাকে ধাক্কা দেওয়া গাড়িটি বাস নাকি ট্রাক তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।