অজ্ঞান পার্টির ফাঁদে ২৫ লাখ টাকা খুইয়েছেন ২ গরু ব্যবসায়ী
- সর্বশেষ আপডেট ০৩:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / 566
রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত-নাবিস্কো মোড়ে অজ্ঞান পার্টির ফাঁদে পড়ে ২৫ লাখ টাকা খুইয়েছেন দুই গরু ব্যবসায়ী। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া এলাকার মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। বর্তমানে মো. হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং আনোয়ার হোসেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
তাদের সহকর্মী নূর ইসলাম জানান, হাসান ও আনোয়ার ২৮টি গরু নিয়ে ঢাকার তিব্বত গরুর হাটে এসেছিলেন। হাটে পৌঁছে ২৭টি গরু বিক্রি করেন তাঁরা, যার মোট মূল্য প্রায় ২৫ লাখ টাকা। রাত সাড়ে ১২টার দিকে খাবারের জন্য হাট এলাকা থেকে বের হলে তারা নিখোঁজ হয়ে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় তাঁদের পাওয়া যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “ভুক্তভোগীদের অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির একটি চক্র খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাঁদের অজ্ঞান করে টাকাগুলো লুটে নেয়।”
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।
































