ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অচেনা সহশিল্পীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে করা সহজ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 34

জেনিফার লরেন্স

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে নিজের অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নগ্ন বা ঘনিষ্ঠ দৃশ্যে অচেনা অভিনেতার সঙ্গে কাজ করা অনেক সহজ, কারণ বন্ধুর সঙ্গে এই ধরনের দৃশ্যে কাজ করা অনেকটা অদ্ভুত লাগে।

লরেন্সের উদাহরণ ‘ডাই মাই লাভ’ সিনেমা। সেখানে তিনি রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রথম দিনের শুটিংতেই একটি ঘনিষ্ঠ দৃশ্যে অংশ নেন। তিনি বলেন, “রবার্ট ও আমি আগে একে অপরকে চিনি না, তাই কাজটি অনেক সহজ হয়ে গিয়েছিল। আমরা মূলত আমাদের চরিত্রের সন্তান ও সম্পর্ক নিয়ে গল্প করছিলাম। কোনো বিব্রতকর পরিস্থিতি হয়নি।”

জেনিফার লরেন্স

অভিনেত্রী তাঁর আলোচিত ‘হাঙ্গার গেমস’ সিনেমার উদাহরণ দিয়ে বলেন, “যদি সেই সময়ে আমি পরিচিত কারও সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে হতো, সেটা অনেক অদ্ভুত লাগত। তাই অচেনা কারও সঙ্গে কাজ করা বেশি স্বাচ্ছন্দ্যদায়ক।”

‘ডাই মাই লাভ’-এ লরেন্স গর্ভবতী অবস্থায় শুটিং করেছেন। তিনি বলেন, “এবারের শুটিং আগের চেয়ে একেবারে আলাদা অভিজ্ঞতা। আমি নগ্নতা নিয়ে কখনো অস্বস্তি অনুভব করি না। পুরো শুটিং প্রক্রিয়ায় আমি নিজেকে নিরাপদ মনে করেছিলাম।”

এবারের ছবিতে একটি ইনটিমেসি কো-অর্ডিনেটর থাকলেও, লরেন্স জানিয়েছেন, সেটে তাঁরা বিশেষভাবে তাঁদের প্রয়োজন অনুভব করেননি। তিনি আরও বলেন, “আমরা আমাদের চরিত্র ও গল্পের দিকে মনোনিবেশ করেছিলাম, তাই কোনো সমস্যা হয়নি।”

এছাড়া লরেন্স শেয়ার করেছেন, শুটিং চলাকালীন তিনি সম্পূর্ণ শিল্পী-স্বাধীনতা পেয়েছেন। “গর্ভবতী অবস্থায় কাজ করার কারণে আমার মধ্যে থাকা সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তা অনেক কম ছিল,” যোগ করেছেন তিনি।

বর্তমানে ‘ডাই মাই লাভ’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যেখানে দর্শক লরেন্সের সাহসী অভিনয় উপভোগ করতে পারছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অচেনা সহশিল্পীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে করা সহজ

সর্বশেষ আপডেট ০৬:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে নিজের অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নগ্ন বা ঘনিষ্ঠ দৃশ্যে অচেনা অভিনেতার সঙ্গে কাজ করা অনেক সহজ, কারণ বন্ধুর সঙ্গে এই ধরনের দৃশ্যে কাজ করা অনেকটা অদ্ভুত লাগে।

লরেন্সের উদাহরণ ‘ডাই মাই লাভ’ সিনেমা। সেখানে তিনি রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রথম দিনের শুটিংতেই একটি ঘনিষ্ঠ দৃশ্যে অংশ নেন। তিনি বলেন, “রবার্ট ও আমি আগে একে অপরকে চিনি না, তাই কাজটি অনেক সহজ হয়ে গিয়েছিল। আমরা মূলত আমাদের চরিত্রের সন্তান ও সম্পর্ক নিয়ে গল্প করছিলাম। কোনো বিব্রতকর পরিস্থিতি হয়নি।”

জেনিফার লরেন্স

অভিনেত্রী তাঁর আলোচিত ‘হাঙ্গার গেমস’ সিনেমার উদাহরণ দিয়ে বলেন, “যদি সেই সময়ে আমি পরিচিত কারও সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে হতো, সেটা অনেক অদ্ভুত লাগত। তাই অচেনা কারও সঙ্গে কাজ করা বেশি স্বাচ্ছন্দ্যদায়ক।”

‘ডাই মাই লাভ’-এ লরেন্স গর্ভবতী অবস্থায় শুটিং করেছেন। তিনি বলেন, “এবারের শুটিং আগের চেয়ে একেবারে আলাদা অভিজ্ঞতা। আমি নগ্নতা নিয়ে কখনো অস্বস্তি অনুভব করি না। পুরো শুটিং প্রক্রিয়ায় আমি নিজেকে নিরাপদ মনে করেছিলাম।”

এবারের ছবিতে একটি ইনটিমেসি কো-অর্ডিনেটর থাকলেও, লরেন্স জানিয়েছেন, সেটে তাঁরা বিশেষভাবে তাঁদের প্রয়োজন অনুভব করেননি। তিনি আরও বলেন, “আমরা আমাদের চরিত্র ও গল্পের দিকে মনোনিবেশ করেছিলাম, তাই কোনো সমস্যা হয়নি।”

এছাড়া লরেন্স শেয়ার করেছেন, শুটিং চলাকালীন তিনি সম্পূর্ণ শিল্পী-স্বাধীনতা পেয়েছেন। “গর্ভবতী অবস্থায় কাজ করার কারণে আমার মধ্যে থাকা সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তা অনেক কম ছিল,” যোগ করেছেন তিনি।

বর্তমানে ‘ডাই মাই লাভ’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যেখানে দর্শক লরেন্সের সাহসী অভিনয় উপভোগ করতে পারছেন।