বিএনপির ফজলুর রহমানকে নিয়ে সারজিস আলমের অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৯:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 211
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান একটি অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অশালীন ভাষায় গালি দিয়েছেন।
সোমবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ফজলুর রহমান নাহিদ ইসলাম ও অন্যান্য নেতাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে “অপমানজনক” মন্তব্য করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানের সঙ্গে মিল রয়েছে এবং তা ক্ষমতাসীন দলের মিডিয়া সেলগুলোও প্রচার করছে।
তিনি আরও লেখেন, রাজনীতিতে সিনিয়র নেতাদের সম্মান দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু যারা রাজনৈতিক শিষ্টাচার মানেন না, ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় অবস্থান নেন এবং জনগণের ক্ষোভকে অবমূল্যায়ন করেন; তাদের আচরণের দায়ও নিতে হবে।
সারজিস আলমের মতে, কয়েকজন নেতার লাগামহীন বক্তব্যের কারণে বিএনপি বারবার সমালোচিত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কি এসব মন্তব্যের দায় নেবে, নাকি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার সতর্কবার্তা; ব্যবস্থা না নিলে জনগণ মনে করবে, এই ধরনের বক্তব্য দলীয় অনুমতিতেই দেওয়া হচ্ছে।
































