শিরোনাম
শিবগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বে বারি-আমিনুল
নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৭:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 271
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক নতুন প্রভাত পত্রিকার বারিউল ইসলাম বারি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যায়যায়দিন পত্রিকার আমিনুল হক সোনা। আগামী দুই বছর তারা এই দায়িত্ব পালন করবেন।
অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি জালাল উদ্দিন (নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো (আমার দেশ), কোষাধ্যক্ষ হাবিবুল বারি (পৃথিবী সংবাদ), দপ্তর, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির (সকালের সময়)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মমিনুল ইসলাম বাবু (দিনকাল), আমিনুল হক (খবরপত্র) ও জাহিদ হাসান মাহমুদ মিম্পা (জনকণ্ঠ)।




































