শিরোনাম
উড্ডয়নের ২০ মিনিট পর ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট
বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৪:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 201
ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। উড্ডয়নের পর কেবিনের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাইলট সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর ১টা ৫৫ মিনিটের নির্ধারিত চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটটি ড্যাশ-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজে পরিচালিত হয়। এটি বিকেল ২টা ৩৪ মিনিটে ঢাকার আকাশ থেকে যাত্রা শুরু করে এবং ২টা ৫৫ মিনিটে পুনরায় শাহজালালে অবতরণ করে।
পরবর্তীতে যাত্রীদের বিমানটির যান্ত্রিক ত্রুটির সমাধান করে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর।
































