নিহত বিএনপি নেতার পরিবারের পাশে জহির উদ্দিন স্বপন
- সর্বশেষ আপডেট ১০:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 253
গত ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আন্দোলনের বর্ষপূর্তির বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন আগৈলঝাড়া বিএনপির নেতা, বাকাল ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও শিক্ষক মিরাজ ফকির। তীব্র গরম ও ভিড়ের মধ্যে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সেদিন ইন্তেকাল করেন। দলের একজন নিবেদিত কর্মীর মৃত্যুর কারণে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির নেতা-কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
সেদিনই কর্মসূচি শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে মিরাজ ফকিরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তার ধারাবাহিকতায় আজ শনিবার (১০ আগস্ট) তিনি গৌরনদীর সরিকলে গ্রামে প্রয়াত মিরাজ ফকিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি মিরাজের মা, স্ত্রী ও সন্তানদের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানান এবং দলের পক্ষ থেকে তাদের সকল দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি দেন।


































