ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি-মোদির সঙ্গে পুতিনের ফোনালাপ
- সর্বশেষ আপডেট ১১:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 125
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে চীন, ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে শুক্রবার ফোনালাপ করেছেন। এর আগে বুধবার মস্কোতে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্রেমলিন জানিয়েছে, আগামী সপ্তাহে পুতিন ও ট্রাম্পের বৈঠক হতে পারে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছে, আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে ট্রাম্প চাপ দিয়ে আসছেন। রাশিয়াকে শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য তিনি শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। না হলে মস্কো ও রাশিয়ার রপ্তানিপণ্য কেনে এমন দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপে পুতিনকে বলেছেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ রক্ষা ও সম্পর্ক উন্নয়নে বেইজিং সন্তুষ্ট। পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিরোধে চীন মস্কোর অন্যতম প্রধান সমর্থক ও বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী সেপ্টেম্বর চীন সফরে যাবেন পুতিন।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন উইটকফের সঙ্গে আলোচনার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলোচনা করেছেন। ট্রাম্প এ সপ্তাহে ভারতের ওপর রাশিয়ার তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। মোদি সামাজিক মাধ্যমে লিখেছেন, পুতিনের সঙ্গে ভালো ও বিস্তারিত আলোচনা হয়েছে এবং ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।
বৃহস্পতিবার পুতিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গেও কথা বলেন। রামাফোসা যুদ্ধের অবসান ও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় শান্তি উদ্যোগের পূর্ণ সমর্থন জানান।
একই দিনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত; সবাই ব্রিকস জোটের সদস্য। মস্কো এই জোটকে মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে ভারসাম্য হিসেবে দেখে।
শুক্রবার পুতিন তার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং কাজাখস্তান ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গেও ফোনালাপে উইটকফের সফরের ফলাফল নিয়ে আলোচনা করেন।



































