ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির প্রতিবাদে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১২:০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 134

চাঁদাবাজির প্রতিবাদে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) স্থানীয় দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এই হামলা চালানো হয়। ঘটনার আগে বিকেলে ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি লাইভ সম্প্রচার করেছিলেন তুহিন। এরপর তিনি ফেসবুকে ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন এবং সন্ধ্যায় মসজিদ মার্কেট এলাকায় চা পান করতে বসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

এসআই জহিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তি একজন সাংবাদিক। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ড এলাকায় চরম উদ্বেগ তৈরি করেছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে সরব কণ্ঠ রোধের চেষ্টা হিসেবে অনেকেই দেখছেন এটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজির প্রতিবাদে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ১২:০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) স্থানীয় দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এই হামলা চালানো হয়। ঘটনার আগে বিকেলে ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি লাইভ সম্প্রচার করেছিলেন তুহিন। এরপর তিনি ফেসবুকে ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন এবং সন্ধ্যায় মসজিদ মার্কেট এলাকায় চা পান করতে বসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

এসআই জহিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তি একজন সাংবাদিক। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ড এলাকায় চরম উদ্বেগ তৈরি করেছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে সরব কণ্ঠ রোধের চেষ্টা হিসেবে অনেকেই দেখছেন এটি।