ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১০:২৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 99

নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের সাত যাত্রী। বুধবার (৬ আগস্ট) ভোরে জেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার স্টেশন জানায়, সকাল ৫টা ৪০ মিনিটে মাইক্রোবাস দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। পরে ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১৪ জন ছিলেন। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর সাতজন নিজে থেকেই বেরিয়ে আসতে সক্ষম হন। বাকিরা আটকা পড়ে যান। পরে মাইক্রোবাসটি উদ্ধার করে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৭

সর্বশেষ আপডেট ১০:২৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের সাত যাত্রী। বুধবার (৬ আগস্ট) ভোরে জেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার স্টেশন জানায়, সকাল ৫টা ৪০ মিনিটে মাইক্রোবাস দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। পরে ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১৪ জন ছিলেন। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর সাতজন নিজে থেকেই বেরিয়ে আসতে সক্ষম হন। বাকিরা আটকা পড়ে যান। পরে মাইক্রোবাসটি উদ্ধার করে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।