ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 173

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র‘ পাঠ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণায় ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক দলিল উপস্থাপন করেন। এতে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনের শহীদ, আহত ও সক্রিয় অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

ঘোষণাপত্রের ২৪তম দফায় স্পষ্ট করে বলা হয়েছে, জনগণের পক্ষ থেকে আন্দোলনের শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হচ্ছে। তাদের পরিবার এবং আহত ও সক্রিয় অংশগ্রহণকারীদের আইনি ও সামাজিক সুরক্ষা দেওয়া হবে।

এছাড়া বলা হয়েছে, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত ২০২৪ সালের আন্দোলনকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এবং নির্বাচনের পর গঠিত সরকারের অধীনে সংবিধানের সংশোধিত তফসিলে এই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৮:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র‘ পাঠ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণায় ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক দলিল উপস্থাপন করেন। এতে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনের শহীদ, আহত ও সক্রিয় অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

ঘোষণাপত্রের ২৪তম দফায় স্পষ্ট করে বলা হয়েছে, জনগণের পক্ষ থেকে আন্দোলনের শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হচ্ছে। তাদের পরিবার এবং আহত ও সক্রিয় অংশগ্রহণকারীদের আইনি ও সামাজিক সুরক্ষা দেওয়া হবে।

এছাড়া বলা হয়েছে, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত ২০২৪ সালের আন্দোলনকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এবং নির্বাচনের পর গঠিত সরকারের অধীনে সংবিধানের সংশোধিত তফসিলে এই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে।