ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন সংশোধনপত্র নিয়ে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 166

নির্বাচন কমিশন-এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে। রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে এনসিপির নিবন্ধন সংক্রান্ত আবেদনের সংশোধিত কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। ইসির নির্ধারিত সময়সীমা অনুযায়ী, সংশোধনপত্র জমাদানের শেষ দিন ছিল আজ।

এর আগে নির্বাচন কমিশন এনসিপিসহ মোট ১৪৪টি নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাই করে নানা তথ্য ঘাটতির বিষয় জানিয়ে সংশ্লিষ্ট দলগুলোকে চিঠি দেয়। এনসিপির ক্ষেত্রে ছয়টি বিষয়ের ঘাটতি চিহ্নিত করা হয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে- জেলা ও উপজেলা কমিটির তালিকা, অফিস ভাড়ার চুক্তিপত্র, তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে স্বাক্ষর, গঠনতন্ত্রে সংবিধান পরিপন্থি কোনো বিষয় নেই এমন প্রত্যয়ন, এবং প্রার্থী মনোনয়নে প্যানেল ব্যবস্থার উল্লেখ।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জুন মাসে এনসিপি ট্রাকভর্তি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার দলিলপত্র নির্বাচন কমিশনে জমা দেয়। তবে প্রাথমিক যাচাইয়ে দলটি ইসির শর্ত অনুযায়ী উত্তীর্ণ হতে পারেনি।

ইসি জানিয়েছে, নতুন নিবন্ধনের জন্য আবেদন করা অধিকাংশ দলের কাগজপত্রেই বিভিন্ন ধরনের ঘাটতি রয়েছে, যার মধ্যে এনসিপিও রয়েছে। এখন সংশোধিত নথিপত্র জমার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিবন্ধন সংশোধনপত্র নিয়ে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক

সর্বশেষ আপডেট ০৩:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে। রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে এনসিপির নিবন্ধন সংক্রান্ত আবেদনের সংশোধিত কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। ইসির নির্ধারিত সময়সীমা অনুযায়ী, সংশোধনপত্র জমাদানের শেষ দিন ছিল আজ।

এর আগে নির্বাচন কমিশন এনসিপিসহ মোট ১৪৪টি নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাই করে নানা তথ্য ঘাটতির বিষয় জানিয়ে সংশ্লিষ্ট দলগুলোকে চিঠি দেয়। এনসিপির ক্ষেত্রে ছয়টি বিষয়ের ঘাটতি চিহ্নিত করা হয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে- জেলা ও উপজেলা কমিটির তালিকা, অফিস ভাড়ার চুক্তিপত্র, তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে স্বাক্ষর, গঠনতন্ত্রে সংবিধান পরিপন্থি কোনো বিষয় নেই এমন প্রত্যয়ন, এবং প্রার্থী মনোনয়নে প্যানেল ব্যবস্থার উল্লেখ।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জুন মাসে এনসিপি ট্রাকভর্তি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার দলিলপত্র নির্বাচন কমিশনে জমা দেয়। তবে প্রাথমিক যাচাইয়ে দলটি ইসির শর্ত অনুযায়ী উত্তীর্ণ হতে পারেনি।

ইসি জানিয়েছে, নতুন নিবন্ধনের জন্য আবেদন করা অধিকাংশ দলের কাগজপত্রেই বিভিন্ন ধরনের ঘাটতি রয়েছে, যার মধ্যে এনসিপিও রয়েছে। এখন সংশোধিত নথিপত্র জমার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দলটি।