শিরোনাম
সুমাইয়া জাফরিন নামে পুলিশে কোনো নারী কর্মকর্তা নেই
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৯:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 247
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ পুলিশে এই নামে কোনো নারী কর্মকর্তা নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে যাতে কেউ বিভ্রান্ত না হন, সেজন্য জানানো যাচ্ছে—বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী কর্মকর্তা নেই।
Tag :
অনলাইন প্রতারণা আইনশৃঙ্খলা এএসপি পরিচয় তথ্য যাচাই নারী কর্মকর্তা নিরাপত্তা তথ্য পুলিশ বার্তা পুলিশ সদর দপ্তর ফ্যাক্টচেক বাংলাদেশ পুলিশ বিভ্রান্তিমূলক তথ্য ভুয়া খবর ভুয়া পরিচয় সুমাইয়া জাফরিন সোশ্যাল মিডিয়া গুজব































