ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সমাবেশ ঘিরে জনদুর্ভোগের আশঙ্কা

ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 250

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “গত জুন মাসে আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ওই দিন শহীদ মিনারে তাদের সমাবেশের বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম। সে হিসেবে ওই দিনের জন্য আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। তবে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু ও সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিই।”

জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, “ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনদুর্ভোগ হতে পারে—এ বিষয়ে আমরা সচেতন। তারপরও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে, একটি বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে আমাদের দায়িত্ববোধ ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, আগামীকালের যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে আমরা এ বিষয়ে আরও অধিকতর সচেতন থাকব, ইনশাআল্লাহ।”

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (৩ আগস্ট) রাজধানীতে ছাত্রসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সমাবেশ ঘিরে ব্যানার-ফেস্টুন আনা যাবে না এবং ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমাবেশ ঘিরে জনদুর্ভোগের আশঙ্কা

ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ

সর্বশেষ আপডেট ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “গত জুন মাসে আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ওই দিন শহীদ মিনারে তাদের সমাবেশের বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম। সে হিসেবে ওই দিনের জন্য আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। তবে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু ও সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিই।”

জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, “ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনদুর্ভোগ হতে পারে—এ বিষয়ে আমরা সচেতন। তারপরও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে, একটি বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে আমাদের দায়িত্ববোধ ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, আগামীকালের যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে আমরা এ বিষয়ে আরও অধিকতর সচেতন থাকব, ইনশাআল্লাহ।”

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (৩ আগস্ট) রাজধানীতে ছাত্রসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সমাবেশ ঘিরে ব্যানার-ফেস্টুন আনা যাবে না এবং ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।