ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মাঠে অনধিকার প্রবেশ

লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 133

লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী

লিওনেল মেসিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার সরাসরি মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। লিগস কাপে এক উত্তপ্ত ম্যাচের পর মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে তাকে টুর্নামেন্টের বাকি অংশে নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনাটি ঘটে ইন্টার মায়ামি ও মেক্সিকান ক্লাব আটলাসের মধ্যকার ম্যাচের পর। ম্যাচ শেষের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। সে সময় হঠাৎ করে মাঠে প্রবেশ করেন মেসির নিরাপত্তাকর্মী চুয়েকো। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে আটলাসের খেলোয়াড়রা প্রতিবাদ জানান এবং বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হয়।

পরবর্তীতে লিগস কাপ কর্তৃপক্ষ জানায়, ইয়াসিন চুয়েকো টেকনিক্যাল এরিয়ায় অনুমতি ও পরিচয়পত্র ছাড়া প্রবেশ করেন এবং অপ্রত্যাশিত আচরণ করেন। তার এমন কার্যকলাপে ইন্টার মায়ামির ক্লাবকেও আর্থিক জরিমানা গুনতে হয়েছে, যদিও সেই অঙ্ক প্রকাশ করা হয়নি।

আটলাসের খেলোয়াড় দোরিয়া বলেন, “মেসির দেহরক্ষী মাঠে থাকতে পারেন নিরাপত্তার জন্য, কিন্তু খেলোয়াড়দের বিষয়ে হস্তক্ষেপের অধিকার তার নেই।”

এই নিষেধাজ্ঞার ফলে লিগস কাপে বাকি ম্যাচগুলোতে চুয়েকোর উপস্থিতি মাঠে আর দেখা যাবে না। ক্লাবের নিরাপত্তা ব্যবস্থায়ও হয়তো কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাঠে অনধিকার প্রবেশ

লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী

সর্বশেষ আপডেট ১২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

লিওনেল মেসিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার সরাসরি মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। লিগস কাপে এক উত্তপ্ত ম্যাচের পর মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে তাকে টুর্নামেন্টের বাকি অংশে নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনাটি ঘটে ইন্টার মায়ামি ও মেক্সিকান ক্লাব আটলাসের মধ্যকার ম্যাচের পর। ম্যাচ শেষের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। সে সময় হঠাৎ করে মাঠে প্রবেশ করেন মেসির নিরাপত্তাকর্মী চুয়েকো। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে আটলাসের খেলোয়াড়রা প্রতিবাদ জানান এবং বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হয়।

পরবর্তীতে লিগস কাপ কর্তৃপক্ষ জানায়, ইয়াসিন চুয়েকো টেকনিক্যাল এরিয়ায় অনুমতি ও পরিচয়পত্র ছাড়া প্রবেশ করেন এবং অপ্রত্যাশিত আচরণ করেন। তার এমন কার্যকলাপে ইন্টার মায়ামির ক্লাবকেও আর্থিক জরিমানা গুনতে হয়েছে, যদিও সেই অঙ্ক প্রকাশ করা হয়নি।

আটলাসের খেলোয়াড় দোরিয়া বলেন, “মেসির দেহরক্ষী মাঠে থাকতে পারেন নিরাপত্তার জন্য, কিন্তু খেলোয়াড়দের বিষয়ে হস্তক্ষেপের অধিকার তার নেই।”

এই নিষেধাজ্ঞার ফলে লিগস কাপে বাকি ম্যাচগুলোতে চুয়েকোর উপস্থিতি মাঠে আর দেখা যাবে না। ক্লাবের নিরাপত্তা ব্যবস্থায়ও হয়তো কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।