ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 246

টেকনাফে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজের মেধাবী ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমু বড়ুয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, হোয়াইক্যং আল-আছিয়া স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তার, টেকনাফ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার শীল, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রঙ্গীখালী ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. রফিক উল্লাহ এবং অভিভাবক ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও শিক্ষা কার্যালয়। সহযোগিতায় ছিল জেলা শিক্ষা অফিস এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেইসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)” প্রকল্প।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি ২০২২–২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টেকনাফে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

সর্বশেষ আপডেট ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজের মেধাবী ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমু বড়ুয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, হোয়াইক্যং আল-আছিয়া স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তার, টেকনাফ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার শীল, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রঙ্গীখালী ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. রফিক উল্লাহ এবং অভিভাবক ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও শিক্ষা কার্যালয়। সহযোগিতায় ছিল জেলা শিক্ষা অফিস এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেইসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)” প্রকল্প।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি ২০২২–২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে।