ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাপুড়ের মৃত্যু, প্রতিশোধে কাঁচা সাপ খেলেন ওঝা

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 446

সাপুড়ের মৃত্যু, প্রতিশোধে কাঁচা সাপ খেলেন ওঝা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক সাপুড়ের। সাপুড়ের প্রাণনাশী সেই সাপ আবার কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন আরেক ওঝা। এ রকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নে।

বুধবার (৩০ জুলাই) সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তারপাড়ার সাপুড়ে বয়েজ উদ্দিন পাশের ইউনিয়ন কালিগঞ্জের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান। ইমরান আলীর বাড়ির পাকাঘরের একটি ইঁদুরের গর্তে বাসা বেঁধেছিল একটি কিং কোবরা সাপ। সঙ্গে ছিল ১৫-১৬টি সাপের বাচ্চা। খাল খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন সাপুড়ে বয়েজ উদ্দিন। কিন্তু সাপটি বস্তায় ঢোকানোর আগেই তাঁর হাতে ছোবল দেয়।

প্রথম দিকে বিষক্রিয়া না দেখা দিলেও বাড়ি ফিরে তিনি নিস্তেজ হতে থাকেন। দ্রুত তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে আনার পর একে একে আসতে থাকেন কয়েকজন ওঝা ও সাপুড়ে। তারাও এসে বলেন, রোগী মারা গেছেন।

মোজাহার নামক এক ওঝা বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে গিয়ে সবার সামনে সেই বড় সাপটি কাঁচা চিবিয়ে খান তিনি। এ সময় গাবতলা বাজারে তাঁর সাপ খাওয়ার দৃশ্য দেখতে প্রচুর লোক ভিড় জমায়। মোজাহারের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাপুড়ের মৃত্যু, প্রতিশোধে কাঁচা সাপ খেলেন ওঝা

সর্বশেষ আপডেট ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক সাপুড়ের। সাপুড়ের প্রাণনাশী সেই সাপ আবার কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন আরেক ওঝা। এ রকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নে।

বুধবার (৩০ জুলাই) সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তারপাড়ার সাপুড়ে বয়েজ উদ্দিন পাশের ইউনিয়ন কালিগঞ্জের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান। ইমরান আলীর বাড়ির পাকাঘরের একটি ইঁদুরের গর্তে বাসা বেঁধেছিল একটি কিং কোবরা সাপ। সঙ্গে ছিল ১৫-১৬টি সাপের বাচ্চা। খাল খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন সাপুড়ে বয়েজ উদ্দিন। কিন্তু সাপটি বস্তায় ঢোকানোর আগেই তাঁর হাতে ছোবল দেয়।

প্রথম দিকে বিষক্রিয়া না দেখা দিলেও বাড়ি ফিরে তিনি নিস্তেজ হতে থাকেন। দ্রুত তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে আনার পর একে একে আসতে থাকেন কয়েকজন ওঝা ও সাপুড়ে। তারাও এসে বলেন, রোগী মারা গেছেন।

মোজাহার নামক এক ওঝা বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে গিয়ে সবার সামনে সেই বড় সাপটি কাঁচা চিবিয়ে খান তিনি। এ সময় গাবতলা বাজারে তাঁর সাপ খাওয়ার দৃশ্য দেখতে প্রচুর লোক ভিড় জমায়। মোজাহারের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায়।