বিমানে ফের যান্ত্রিক ত্রুটি: বিলম্বিত শারজাহ-ঢাকা ফ্লাইট
- সর্বশেষ আপডেট ০২:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 320
আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট বিজি-৩৫২ নির্ধারিত সময়ের তুলনায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা দেরিতে ছেড়ে আসে। এর প্রভাব পড়ে ব্যাংককগামী পরবর্তী ফ্লাইটেও।
বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে বিজি-৩৫২ ফ্লাইটটির ছাড়ার কথা ছিল স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। পরে ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ত্যাগ করে এবং দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছায়।
এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়েই ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট পরিচালনার কথা ছিল। কিন্তু পূর্ববর্তী ফ্লাইটের বিলম্বের কারণে ব্যাংকক ফ্লাইটটিও নির্ধারিত সময় সকাল ১১টা’য় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে।
বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ কর্মকর্তা খান সাদি বলেন, “শারজাহে দেরির কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন।”

এর আগেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই ঢাকা-দাম্মাম রুটে একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে আসে। কেবিন প্রেসারে বিপদ সংকেত পেয়ে পাইলট ঢাকায় ফিরে আসেন।
এরও আগে, ২৪ জুলাই দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি-১৪৮ ফ্লাইট চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। নিরাপত্তার কথা বিবেচনায় পাইলট উড়োজাহাজটি আবার চট্টগ্রামে ফেরত এনে নিরাপদে অবতরণ করান।
যাত্রীদের দুর্ভোগ ও নিরাপত্তা সংশ্লিষ্ট এসব ধারাবাহিক ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।































