ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 192

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় শনাক্ত

গাজীপুরের টঙ্গীতে একটি উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় জানা গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

রোববার (২৭ জুলাই) রাত প্রায় সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নারীর নাম জ্যোতি (৩২)। তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। ওই রাতে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যেই হাসপাতালে প্রবেশের সময় হঠাৎ করে একটি ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যান জ্যোতি। মুহূর্তেই তীব্র পানির প্রবাহে তিনি ভেসে যান। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধার প্রচেষ্টা শুরু করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. শাহিন আলম বলেন, “আমাদের তিনটি ইউনিটসহ দেশের অভিজ্ঞ পাঁচজন ডুবুরি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি নিখোঁজ নারীকে খুঁজে পেতে।”

সোমবার বিকেল পর্যন্ত উদ্ধার তৎপরতা চললেও ওই নারীর কোনো খোঁজ মেলেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় শনাক্ত

সর্বশেষ আপডেট ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় জানা গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

রোববার (২৭ জুলাই) রাত প্রায় সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নারীর নাম জ্যোতি (৩২)। তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। ওই রাতে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যেই হাসপাতালে প্রবেশের সময় হঠাৎ করে একটি ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যান জ্যোতি। মুহূর্তেই তীব্র পানির প্রবাহে তিনি ভেসে যান। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধার প্রচেষ্টা শুরু করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. শাহিন আলম বলেন, “আমাদের তিনটি ইউনিটসহ দেশের অভিজ্ঞ পাঁচজন ডুবুরি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি নিখোঁজ নারীকে খুঁজে পেতে।”

সোমবার বিকেল পর্যন্ত উদ্ধার তৎপরতা চললেও ওই নারীর কোনো খোঁজ মেলেনি।