শিরোনাম
রাজধানীতে ভরদুপুরে একজনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 148
রাজধানীর মোহাম্মদপুরে মো. ফজলে রাব্বি সুমন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকার ১ নম্বর গেইটে এ ঘটনা ঘটে। নিহত সুমন ভোলার পখিয়া গৌরনদী এলাকার মো. বশিরের ছেলে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঘুরতে যান সুমন। ওই সময় এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিতে চাইলে সুমন ফোনটি দিতে অস্বীকৃতি জানায়। পরে ছিনতাইকারীরা সুমনের ডান পায়ের রানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বন্ধুরা দ্রুত সুমনকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যায়। তবে সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
































