সেমিনারে আমীর খসরু মাহমুদ
বিএনপির মনোনয়ন পাবেন না যারা
- সর্বশেষ আপডেট ০২:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 155
পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে “পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারভিত্তিক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “যারা পরিবেশ রক্ষায় উদাসীন, যারা গাছ কেটে, খাল ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করবে, তারা বিএনপির মনোনয়ন পাবে না।”
তিনি জানান, জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার শাসনের পতনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তা রাজনৈতিক দলগুলোকে বুঝে নিজেদের অবস্থান ঠিক করতে হবে।
পরিবেশ সুরক্ষার অঙ্গীকার জানিয়ে আমীর খসরু বলেন, “বিএনপি পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন, জলপ্রবাহ ঠিক রাখা, পানির সঠিক ব্যবস্থাপনা—এসব নিয়ে আমরা পরিকল্পনা করছি। দেশের প্রতিটি নদী ও খালের প্রাণ ফেরানো হবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশজুড়ে ৩০ কোটি গাছ লাগানোর উদ্যোগ দিয়েছেন। অতীতে আমরা যে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছি পাখি, গাছ, মাছের সমৃদ্ধ জগৎ—তা আজ বিলুপ্ত প্রায়। এখন সময় এসেছে প্রকৃতিকে ফিরিয়ে আনার।
পরিবেশ সংরক্ষণের সঙ্গে অর্থনীতির সংযোগ তৈরির কথাও বলেন তিনি। তরুণ ও অবসরপ্রাপ্তদের সম্পৃক্ত করে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিকল্পনা করছে বিএনপি।
দলীয় সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্র না থাকলে জবাবদিহিতাও থাকে না। অতীতে কোনো দলই জনগণের প্রশ্নের মুখে পড়েনি। এখন আমরা সব রাজনৈতিক দল একসাথে বসে কথা বলছি, এটাই গণতন্ত্রের চিত্র। সংস্কার করতে হলে রাজনীতির মানসিকতা বদলাতে হবে। শুধু নীতিমালা নয়, মানসিকতা বদল জরুরি।”































