বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য
- সর্বশেষ আপডেট ০৮:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 296
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিজেদের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠলো পাকিস্তান। ফলে হোয়াইটওয়াশের লক্ষ্যে থাকা বাংলাদেশ পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে আগের দুই ম্যাচের মতো এবার শুরুতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব মিলে গড়ে তোলেন আক্রমণাত্মক সূচনা। ফখর জামানের জায়গায় ওপেন করতে নামা ফারহান ছিলেন সবচেয়ে মারকুটে। তিনি মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান তোলে ৫৮ রান।
৮২ রানের ওপেনিং জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সাইম আইয়ুব ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে শামীম পাটোয়ারীর হাতে ক্যাচ দেন। ১৫ বলে তার সংগ্রহ ছিল ২১ রান। এরপর একই বোলারের শিকার হন শাহিবজাদা ফারহানও। মিডউইকেটে শেখ মেহেদীর হাতে ধরা পড়ার আগে ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।
তৃতীয় উইকেটে নামা মোহাম্মদ হারিস ছিলেন অত্যন্ত ধীরগতির। তিনি ১৪ বল খেলে করেন মাত্র ৫ রান, তাসকিন আহমেদের বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর হাসান নেওয়াজ (৩৩ রান, ১৭ বলে ১ চার, ৩ ছক্কা) আক্রমণাত্মক ব্যাটিং করলেও শরিফুল ইসলামের বলে শেখ মেহেদীর চমৎকার ক্যাচে ফেরেন তিনি।
পাকিস্তান তখন স্কোরবোর্ডে ১৩২ রান তুলেই হারিয়ে ফেলে ৫টি উইকেট। চাপের মধ্যে নতুন ব্যাটার হুসাইন তালাতও বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের সুইংয়ে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন, করেন মাত্র ১ রান (৪ বলে)।
তবে শেষদিকে মোহাম্মদ নওয়াজ ও অধিনায়ক সালমান আগার ছোট অথচ কার্যকর ইনিংস দলের স্কোরকে চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যায়। নওয়াজ ১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন, অন্যদিকে আগা ৯ বলে করেন ১২ রান।
বাংলাদেশের হয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় নেন ২ উইকেট। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট শিকার করেন।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটারদের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ—সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে এবারই দিতে হবে সর্বোচ্চ পারফরম্যান্স।





































