বোরকা পরে মেয়ে সেজে পালানোর চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক
- সর্বশেষ আপডেট ১১:৪০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 357
কক্সবাজারের টেকনাফের শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে বোরকা পরিহিত অবস্থায় আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে।
পুলিশ ধারণা করছে, বোরকা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের উদ্দেশ্যে বের হয়েছিলেন রশিদ আহমদ। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে অভিনব কৌশল হিসেবে তিনি মেয়েদের পোশাক পরেছিলেন।
বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ‘‘চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। হঠাৎ বোরকা পরা একজনকে সন্দেহ হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা এলোমেলো ছিল। পরে নিশ্চিত হওয়া যায়, সে একজন পুরুষ এবং রোহিঙ্গা যুবক।’’
আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

































