নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 317
নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (২১ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকায় যৌথবাহিনী সফল অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোহেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব।
এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত মো. সোহেল মিয়া (৩৭), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- শ্রীনগর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও জমি দখলের মতো ১১টি মামলা রয়েছে।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে; ১টি এসবিবিএল একনলা বন্দুক, ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২টি সিলভার রঙের ম্যাগাজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১২টি শর্টগানের শিসা কার্তুজ, ২টি বাটন ফোন, ১টি ইউপু অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ১,৫৫০ টাকা, ১টি পালসার মোটরসাইকেল এবং কিছু মার্কিন ডলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ এলাকায় আওয়ামী লীগ নেতা শাহ আলম এবং এরশাদ গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মোমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হন এবং আরও ১০-১২ জন আহত হন।
এ ঘটনার পরপরই যৌথবাহিনী অভিযানে নামে। অভিযান চলাকালে সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মেঘনা নদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর পক্ষে মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ (৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্প), জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর (রায়পুরা সার্কেল) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা (পিপিএম-সেবা), নরসিংদী র্যাব ক্যাম্প কমান্ডার।
সোহেলের বিরুদ্ধে রয়েছে: শিবপুরে জোড়া খুন, রায়পুরায় গৃহবধূ হত্যা, ঢাকার বাড্ডা থানায় অস্ত্র ও মাদক মামলা।
এছাড়া মোট ৩টি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলা এবং আরও ৬টি মামলা
বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে অতিরিক্ত নজরদারি চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


































