মাইলস্টোন ট্র্যাজেডি
ভারতের দ্রুত উদ্যোগ, প্রস্তুত চীন-জাপান
- সর্বশেষ আপডেট ১০:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 235
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ভারত, চীন এবং জাপান। দুর্ঘটনার পরপরই তিনটি দেশই বাংলাদেশের কাছে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার তালিকা পাঠাতে অনুরোধ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীন, ভারত ও জাপান জরুরি সহায়তার প্রস্তাব দিয়েছে। কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা তাদের জানালে দ্রুত সহায়তা পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রতিষ্ঠানটির চাহিদা অনুসারে চিকিৎসক, নার্স, বিশেষায়িত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা তিনটি দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হবে বলে জানান উপদেষ্টা।

ভারতের দ্রুত উদ্যোগ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ইতোমধ্যে দ্রুত সাড়া দিয়েছে। দিল্লি থেকে জানা গেছে, চার সদস্যের একটি চিকিৎসক দল প্রস্তুত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন দুইজন বার্ন ইউনিট বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স। তারা বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বার্তায় মাইলস্টোন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, “এই সংকটকালে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।” এরপর থেকেই ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ চলে আসছে।
চীন ও জাপানের প্রস্তুতি
চীন ও জাপানও আহতদের চিকিৎসায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছে, তবে তারা এখনও নির্দিষ্ট করে জানায়নি তাদের চিকিৎসক বা সরঞ্জাম কখন ঢাকায় পাঠানো হবে। তারা বাংলাদেশের পক্ষ থেকে চাহিদার তালিকা পাওয়ার পরপরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র।
সিঙ্গাপুরের বিশেষজ্ঞরাও আসছেন
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা মূল্যায়নের জন্য সিঙ্গাপুর থেকেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন নার্স মঙ্গলবার রাতেই ঢাকায় এসে পৌঁছাবেন। পরে আরও একটি চিকিৎসক দল আসার প্রস্তুতি চলছে।
এই আন্তর্জাতিক সহায়তা চাহিদা এবং প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, মাইলস্টোন দুর্ঘটনার অভিঘাত শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাও দ্রুততা এবং সমন্বয়ের মাধ্যমে এই সহযোগিতা নিশ্চিত করতে ভূমিকা রাখছে।
































