ক্ষয়ক্ষতি এড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন পাইলট
- সর্বশেষ আপডেট ১২:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 301
রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়েছে, পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম দুর্ঘটনার সময় ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে জনবিরল স্থানে বিমানটি নামানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। তখনই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে জনসাধারণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে চেষ্টায় লিপ্ত হন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনাস্থলে বিমানের সঙ্গে ভবনের একাংশ ধসে পড়ে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক।
ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন এবং ১৭১ জন আহত হয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।




































