রপ্তানিতে নজিরবিহীন সংকট: এ কে আজাদ
- সর্বশেষ আপডেট ০৬:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 225
৪০ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখেননি বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ। তিনি বলেন, “ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছেন। কিন্তু এখন তারা হতাশ ও ক্ষুব্ধ।”
রোববার (২০ জুলাই) ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ কে আজাদ বলেন, “ইন্দোনেশিয়ায় আমার একটি যৌথ উদ্যোগ রয়েছে। সেখানে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করছেন, লবিস্ট নিয়োগ করছেন, প্রতিটি স্তরে আলোচনা করছেন। কিন্তু বাংলাদেশে আমরা এমন সুযোগ পাইনি।”
তিনি আরও বলেন, “আমার এক ক্রেতা জানিয়েছেন, ১ তারিখ থেকে বাংলাদেশের ওপর যে শুল্ক বসবে, তা সরানো না গেলে আমাকে ৩৫ শতাংশ শুল্ক বহন করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি কীভাবে সেই শুল্ক বহন করব?”
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, “আপনারা বলেছেন, সাত-আট মাসের জন্য দায়িত্বে আছেন। এরপর চলে যাবেন। তখন আমরা কোথায় যাব? আমাদের কার কাছে রেখে যাবেন?”
এর আগে সরকার থেকে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর শুল্ক নির্ধারণ করে না, এটি করে ট্রাম্প প্রশাসন। এ কে আজাদ সরকারের উদ্দেশে বলেন, “আপনারা যদি পারেন, ওই পর্যায়ে কিছু চেষ্টা করুন।”






































