চলতি বছরেই হবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া চূড়ান্ত
- সর্বশেষ আপডেট ০৫:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 213
চলতি বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তিনটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। পাশাপাশি একটি নতুন দক্ষতা সংযোজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। এই উদ্যোগ দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়ক হবে এবং আঞ্চলিক নিরাপত্তাকেও শক্তিশালী করবে।
রোববার (২০ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে। এতে এবছরের সামরিক মহড়াসমূহ ও নতুন সক্ষমতা গঠনের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।
টাইগার লাইটনিং মহড়া
টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ‘টাইগার লাইটনিং’ মহড়া পরিচালনা করবে। এতে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা কার্যক্রম, জঙ্গলে অভিযান পরিচালনা, আহতদের দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধে প্রস্তুতি অর্জনের প্রশিক্ষণ দেওয়া হবে।
টাইগার শার্ক ২০২৫
‘টাইগার শার্ক’ মহড়া (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ) একটি যৌথ বিশেষ বাহিনী প্রশিক্ষণ, যা ২০০৯ সাল থেকে চালু রয়েছে। এতে প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্র ব্যবহার ও লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন করা হয়। এতে বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিট এবং প্যারা কমান্ডো ব্রিগেড অংশ নেয়। উভয় দেশের ব্যবহৃত মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ এই মহড়ার অন্যতম বৈশিষ্ট্য।
প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া
বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়া। এতে দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ, অনুসন্ধান ও উদ্ধার (এসএআর), এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষভাবে বাংলাদেশের সি-১৩০ পরিবহন বহরের কার্যকারিতা তুলে ধরা হবে, যা মানবিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে।
আরকিউ-২১ কর্মসূচি
নতুনভাবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা (ইউএসএস) নির্মাণ কর্মসূচি। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট যুক্তরাষ্ট্রের ‘আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক’ সিস্টেম পরিচালনা করবে। এর মাধ্যমে সমুদ্রসীমা নজরদারি, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে।
































